বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো উদ্যোক্তা মেলা
গাজী আবু রায়হান, বরিশাল বিশ্ববিদ্যালয়
গত ১৩ ফেব্রুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো তৃতীয় ম্যানেজমেন্ট দিবস। এ দিবস উপলক্ষে ক্যাম্পাসে সারাদিন ই ছিলো উৎসব মুখর পরিবেশ। পাশাপাশি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই দিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলারও আয়োজন করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। যাতে অংশ নেয় বরিশালের বিভিন্ন উদ্যোক্তা। ছিল অনলাইন ভিত্তিক কিছু প্রতিষ্ঠান।
প্রায় 26 টি স্টলে এই বিপণিবিতান গুলো স্থান পায়। এর আগে তৃতীয় ম্যানেজমেন্ট দিবস উপলক্ষে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক থেকে একটি সুসজ্জিত র্যালি বের করে যা বরিশাল পটুয়াখালী হাইওয়ে হয়ে ভোলা রোড দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে। এর পর বেলা সাড়ে দশটায় মাননীয় ভিসি স্যার প্রফেসর ড. ছাদেকুল আরেফিন ফিতা কেটে এই দিবসটির উদ্বোধন করেন। এরপর তিনি কেক কেটে দিবসটির শুভসূচনা করেন ।পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই মেলার আয়োজন দেখে তিনি মুগ্ধ হন। অতঃপর তিনি উদ্যোক্তা মেলার সবগুলো স্টল ঘুরে দেখেন।
প্রায় ২৬ টি স্টলে ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। এরপর নবম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। এই দিবস উপলক্ষে সকল শিক্ষার্থী নিজেদের অন্য রকম সাজে ফুটিয়ে তোলে। তাদের মধ্যে বিরাজ করে একটি উৎসবমুখর পরিবেশ। তার পাশাপাশি সন্ধ্যায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট যাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড কাটাতার সহ আরো দুটি জনপ্রিয় ব্যান্ড অংশ নেয়।
এই তৃতীয় ম্যানেজমেন্ট দিবসে মিডিয়া পার্টনার হিসাবে পুরোটা সময় ছিলো ‘বিইউ রেডিও’ ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো উদ্যোক্তা মেলা