বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (BUCC) এর ব্যতিক্রমী আয়োজন- বিজনেস কার্নিভাল
গাজী আবু রায়হান, বরিশাল বিশ্ববিদ্যালয়
গত ৫ ও ৬ ডিসেম্বর, ২০১৯ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ‘বিজনেস কার্নিভাল’ এর আয়োজন করে। যার মূল উদ্দেশ্য, তরুণ উদ্যোক্তাদের বরিশালবাসীর সামনে তুলে ধরা। উক্ত বিজনেস কার্নিভালে প্রায় ৩৫ টি স্টল ছিলো, যার সবগুলোই পুরো সময় ধরেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে কলরবমূখর ছিলো।
বিজনেস কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী নাজমুল হোসেন রিফাত।
সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “এ ধরণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে তরুণদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। অনেক সফল উদ্যোক্তা পাওয়া যাবে। যারা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।”
বিজনেস কার্নিভালের আয়োজকদের একজনের কাছে জানতে চাইলে তিনি বিইউ রেডিও কে জানান মূলত তরুণ উদ্যোক্তাদের জন্য কিছু করার প্রয়াসেই তিনি মাত্র এক মাসের এই সল্প সময়ের প্রস্তুতিতেই এই কাজ করেছেন।
বিইউসিসি এর এক্সিকিউটিভ মেম্বার তৌহিদ হৃদয় জানান এই প্রোগ্রাম প্রতি বছরই এমন সময়ে বিইউসিসি আয়োজন করবে।
অনুষ্ঠানের শেষ দিনে বিইউ রেডিও এর ফাউন্ডার আবু উবায়দা এবং কো-ফাউন্ডার আকিব জাভেদ ফাহিম উপস্থিত ছিলেন।
বরিশালে এমন ব্যতিক্রমী আয়োজন পেয়ে স্থানীয় অনেকেই উচ্ছাস প্রকাশ করেছেন।
এই বিজনেস কার্নিভালের অন্যতম মিডিয়া পার্টনার হিসাবে ছিলো ‘বিইউ রেডিও’ ।
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (BUCC) এর ব্যতিক্রমী আয়োজন- বিজনেস কার্নিভাল